বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

৯ ফেব্রুয়ারির আগেই রামমন্দির ট্রাস্ট ঘোষণা, জানালেন অমিত

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, মন্দির নির্মাণকাজ কী ভাবে এগোবে, তা এই ট্রাস্টই ঠিক করবে। অযোধ্যা রায়ে তিন মাসের মধ্যে কেন্দ্রকে ট্রাস্ট গড়তে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন একটি বেসরকারি নিউজ চ্যানেলের সামিটে শাহ বলেন, '৯ ফেব্রুয়ারি তিন মাস পূর্ণ হবে। সরকার ওই দিনের মধ্যে বা তার আগেই ট্রাস্ট গড়ার প্রশ্নে সিদ্ধান্ত জানিয়ে দেবে।' ঘোষিত ট্রাস্টে বিজেপির কোনও প্রতিনিধিত্ব থাকবে না বলে তিনি জানিয়েছেন। বিজেপির বক্তব্য, মন্দির নির্মাণে সরকার কোনও অর্থব্যয় করবে না। বিশ্ব হিন্দু পরিষদ দেশজুড়ে চাঁদা তুলে মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করবে। অযোধ্যায় রামমন্দির সংক্রান্ত বিষয় ও আদালতের নির্দেশ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব জ্ঞানেশ কুমারকে। মূলত জম্মু-কাশ্মীর ডিভিশন দেখার দায়িত্বে থাকা জ্ঞানেশ জম্মু-কাশ্মীরে কী ভাবে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা যায়, তার মূল মস্তিষ্ক ছিলেন। অতীতে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রকে অযোধ্যা সম্পর্কিত একটি আলাদা ডেস্ক ছিল। লিবারহান কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে তা বন্ধ করে দেওয়া হয়।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2rUbuxa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages