এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নানকানা সাহিবের গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের উপর অকারণে পাথর ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন, অবিলম্বে মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা উচিত ভারত সরকারের। একইসঙ্গে শিখ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানে শিখ সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেত্রী এদিন বলেন, অবিলম্বে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের আক্রমণ যাতে আর না হয়, সে ব্যবস্থাও করতে হবে। পবিত্র গুরুদ্বারের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন তিনি। শুক্রবার বিকেলে পাকিস্তানের নানকানা সাহেবের গুরুদ্বারে হামলা হয়। শতাধিক বিক্ষুব্ধ পাক নাগরিক গুরুদ্বারে পাথর ছোড়ে বলে অভিযোগ। অভিযোগ, বিক্ষোভকারী জনতার নেতৃত্বে ছিল মোহাম্মদ হাসানের পরিবার। শুক্রবার বিকেলে ওই বিক্ষুব্ধর পবিত্র গুরুদ্বার ঘেরাও করে, বহু ভক্তকে ভিতরে আটকে রাখে। আন্দোলনকারীরা গুরুদ্বার ধ্বংস করে, সেখানে মসজিদ তৈরির হুমকিও দেয়। শিখ বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা হুমকির সুরে বলেন, কোনও শিখকে শহরে থাকতে দেওয়া হবে না। নানকানা সাহেব গুরুদ্বারের নাম পরিবর্তন করে গোলামান-ই-মুস্তফা করা হবে।
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2uf4lIl
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন