এই সময় ডিজিটাল ডেস্ক: রাতের কলকাতায় ফের ভয়াবহ আগুন! মঙ্গলবার গভীর রাতে বাগুইআটির কৃষ্ণপুর জোড়াখানায় বিবেক মেলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। দমকল সূত্রে খবর, রাত পৌনে ১টা নাগাদ মেলায় আগুন লাগে। বাগুইআটি থানার কৃষ্ণপুর জোড়াখানা খেলার মাঠে গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিবেক মেলা। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা মেলার মাঠে আগুন দেখতে পান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবেক মেলার অস্থায়ী একটি স্টলে আগুন লাগে। সেখান থেকে পাশের স্টলগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু স্টলগুলো প্লাস্টিক ত্রিপল দিয়ে তৈরি, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সাত-আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রে খবর, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে বাগুইআটি থানার জগত্পুর বাজার লাগোয়া এলাকায় ভয়াবহ আগুন লেগেছিল। বাজার এলাকার বাগজোলা খালপাড়ের অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় পর পর ১৫টি দোকান।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/376hHVO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন