বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়কের গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে মুনছুর সরদার গ্যারেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনিয়া আক্তার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেলযোগে স্বামী-স্ত্রী মুন্সিগঞ্জ যাওয়ার পথে গ্যারেজসংলগ্ন সড়কের ওপরের গতিরোধকে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে স্বামী আলমগীর গাজী ও স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল কর্মকর্তা ওমর ফারুক বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে। তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।



শাহীন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/384IrWW

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages