বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

'ফ্রি কাশ্মীর, বিতর্কে মেহেকের পাশে আদিত্য

এই সময় ডিজিটাল ডেস্ক: '' লেখা প্ল্যাকার্ডের জেরে বিতর্কের মুখে পড়া মুম্বই যুবতীর পাশে দাঁড়ালেন শিবসেনার তরুণতুর্কি নেতা আদিত্য ঠাকরে। মেহেক মির্জা প্রভুকে সমর্থন করে আদিত্য বলেন, পোস্টারের অভিপ্রায় দেখতে হবে। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বললে, তা অন্যায়। কিন্তু, মেহেক তা করেননি। উনি হয়তো ইন্টারনেটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলছিলেন। সোমবার গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে প্রতিবাদে শামিল হয়ে 'ফ্রি কাশ্মীর' লেখা প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন লেখক-অভিনেত্রী মেহেক। যা দেখে খেপে ওঠে দক্ষিণপন্থী বিভিন্ন সংগঠন এবং আন্দোলনকারী। বিতর্কের মধ্যে পড়ে মেহেক নিজে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই প্ল্যাকার্ডটি জম্মু ও কাশ্মীরের জন্য শান্তি চেয়ে হাতে তুলে নিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে কোনও ভুল-বোঝাবুঝি তৈরি হোক, চাননি তিনি। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সোমবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিংসার প্রতিবাদে গেটওয়ে অফ ইন্ডিয়ায় একজোট হয়েছিল মুম্বই। সেখানেই মেহেকের হাতে 'ফ্রি কাশ্মীর' লেখা প্ল্যাকার্ড দেখে বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবীস প্রশ্ন তুলেছেন, ওখানে প্রকৃতপক্ষে কী নিয়ে প্রতিবাদ হচ্ছিল এবং এ ধরনের প্ল্যাকার্ড দেখানো হচ্ছে কেন। মঙ্গলবার তিনি ট্যুইট করেন, 'মুম্বইয়ে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কেন মেনে নেওয়া হচ্ছে? সিএমও-র দু'কিলোমিটার দূরে আজাদি গ্যাং 'ফ্রি কাশ্মীর' স্লোগান দিচ্ছে? উদ্ধবজি (ঠাকরে), আপনার নাকের ডগায় এ ধরনের ভারত-বিরোধী প্রচার কি আপনি মেনে নিচ্ছেন?' বিজেপির প্রশ্নের মুখে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত স্পষ্ট করেছেন, কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কেউ ভারতে কোনও কথা বললে, তা মেনে নেওয়া হবে না। রাউত পরে সাংবাদিকদের বলেছেন, 'যাঁরা ওই প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন, তাঁরা বুঝিয়ে দিয়েছেন, ইন্টারনেট, মোবাইল পরিষেবা এবং অন্যান্য বিষয়ে নিষেধ উঠে যাক। তাঁরা উপত্যকার স্বাধীনতা পক্ষে প্রচার চালাচ্ছেন, বিষয়টা একেবারেই তেমন নয়।' মুখ খুলেছেন আদিত্য ঠাকরেও। তিনি বলেন, 'ওখানে জেএনইউ-জামিয়ার ঘটনা নিয়ে প্রতিবাদ হচ্ছিল। ওই একটা বিষয়কেই কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? উনি হয়তো ইন্টারনেটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলছিলেন। কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা হলে সেটা অবশ্যই নিন্দনীয়। সবাই তা নিয়ে আপত্তি জানাবেন। তবে ওখানে যা নিয়ে প্রতিবাদ চলছিল, তা নিয়ে আমরা সকলেই একমত।' যদিও মুম্বই পুলিশ মেহেককে চিহ্নিত করেছে বলে দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের। তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্ল্যাকার্ড নিয়ে জলঘোলা হওয়ায় পরে নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে এই তরুণী বলেছেন, 'আমি মহারাষ্ট্রের বাসিন্দা। মুম্বইয়ে জন্মেছি, বড় হয়েছি। সৃষ্টিশীল মানুষ হিসেবে আমি মানবিকতায় বিশ্বাসী। একটা প্ল্যাকার্ডের জন্য এত গন্ডগোল হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/39SP7cH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages