এই সময় ডিজিটাল ডেস্ক: চতুর্থ দিনেও আন্দোলন অব্যাহত জুনিয়র ডাক্তারদের। রাজ্যের সব সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর। তবে শুক্রবার NRS-এ খুলেছে জরুরি বিভাগ। রাজ্যের পাশাপাশি এ দিন প্রতিবাদে সামিল হয়েছেন দেশের অন্যান্য রাজ্যের ডাক্তাররাও। পাশে দিল্লির AIIMS, শুক্রবার দেশজুড়ে প্রতীকী ‘শাটডাউনে’র ডাক IMA-রশুক্রবার প্রতীকী 'শাটডাউনের' ডাক দেন দিল্লি AIIMS-এর ডাক্তারদের একাংশ। এখানকার রেসিডেন্স ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে আবেদনে সাড়া দিয়ে 'প্রতীকী শাটডাউন' পালন করা হবে। NRS হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার নিন্দা করে শুক্রবার দেশজুড়ে প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ লাগিয়ে, প্ল্যাকার্ড হাতে বাংলায় আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকার বার্তা দেন AIIMS-এর চিকিৎসকদের একাংশ। কেউ কেউ মাথায় হেলমেট পরেই রোগী দেখছিলেন। FB বার্তা মমতার, আমল দিতে রাজি নন আন্দোলনকারীরাNRS কাণ্ডের জেরে রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার SSKM হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে যোগ দিতে সময়সীমা নির্দিষ্ট করে দেন তিনি। তা না হলে কঠোর পদক্ষেপ এবং সরকারি সাহায্য না দেওয়ার কথাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তবে তাতে পরোয়া না-করে দাবি মানা না-পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁরা দেখা করেন রাজ্যপালের সঙ্গেও। রোগী-স্বার্থের কথা ভেবে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি কাজে ফিরতে অনুরোধ করেন জুনিয়র চিকিৎসকদের। অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপাল বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বাংলার পড়ুয়াদের আসন বাড়ছেএদিকে, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনড় থাকায়, অচলাবস্থার জেরে নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতাল (এনআরএস)-এর অধ্যক্ষ শৈবালকুমার মুখোপাধ্যায় ও মেডিক্যাল সুপার সৌরভ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার রাতে ইস্তফা দেন। ইমেল মারফত্ তাঁরা ইস্তফাপত্র পাঠিয়ে দেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে। হাসপাতালের চিকিত্সা পরিষেবা স্বাভাবিক করতে নিজেদের অপারগতার কথা উল্লেখ করা হয় তাঁদের ইস্তফাপত্রে।
from Eisamay http://bit.ly/2KhXyV5
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন