এই সময় ডিজিটাল ডেস্ক: ২১ জুলাইয়ের জমায়েত এমন হতে হবে যাতে লোকসভা ভোটে বিপর্যয়ের ছাপ মুছে যায়। শনিবার তৃণমূল ভবনে প্রথম প্রস্তুতি বৈঠকে এই মর্মে নেতাদের বার্তা দিলেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা-পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও যুব সভাপতির আয়োজনেই এ বারও হচ্ছে ২১-এর সভা। মূলত যুব-বৈঠক হলেও দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তাপস রায়, অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। বিভিন্ন জেলা থেকেও যুব নেতারা এসেছিলেন।লোকসভা ভোটে বিজেপি এক ধাক্কায় ১৮টি আসন পাওয়ায় তৃণমূল কর্মীদের মনোবল ধাক্কা খেয়েছে। নানা জায়গায় দলের ‘দুর্বলতা’র সুযোগ নিয়ে কর্মী ভাঙানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। মনোবল জোগাতে নেতাদের ছুটতে হচ্ছে সেই সব জায়গায়। ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে দল কর্মীদের নতুন করে সাহস জোগাতে চায়। যুব সভাপতি সেই বার্তাই দিয়েছেন। তিনি বলেন, গত বারের জমায়েতকেও ছাপিয়ে যেতে হবে। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের প্রতিটিতে অন্তত ২০টি করে পতাকা লাগাতে হবে। ২১ জুন থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা। সব বুথেই জনসংযোগ যাত্রায় কর্মসূচি নেওয়ার কথাও বলেছেন যুব-সভাপতি। ২১ জুলাইয়ের ১৩ জন শহিদের ছবি দিয়ে এ বার কেন্দ্রীয় ভাবে হোর্ডিংও তৈরি করে দেওয়া হবে। অভিষেক নিজেও জেলায় জেলায় ২১ জুলাইয়ের প্রস্ততি সভা করবেন। সূত্রের খবর, এ দিনের বৈঠকে লোকসভা ভোটে ধাক্কার অন্যতম কারণ হিসাবে দলের নেতাদের একাংশের কিছু কিছু ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ আচরণকে চিহ্নিত করে অভিষেক বলেন, এমন আচরণ মানুষ ভালো ভাবে নেননি। রাজ্য সভাপতি সুব্রত বক্সিও একই কথা বলেন।
from Eisamay http://bit.ly/31vpRVD
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন