বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১০ ঘণ্টা পর ১৫০ ফুটের গভীর কুয়ো থেকে উদ্ধার ৩ বছরের ফতেবীর

এই সময় ডিজিটাল ডেস্ক: ১১০ ঘণ্টা পর উদ্ধার করা গেল পঞ্জাবের সাঙরুর জেলার ৩ বছরের শিশুটিকে। মঙ্গলবার সকাল ৫টা ১২ মিনিটে পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং এনডিআরএফ-এর সহায়তায় শেষমেশ কুয়ো থেকে উদ্ধার হল ছোট্ট ছেলে। আর তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সাঙ্গরুর জেলার ডেপুটি পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানিয়েছেন, বহু চেষ্টার পর কুয়ো থেকে উদ্ধার করা হয় ফতেবীরকে। আর তারপরেই তাকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিন বছরের ছোট্ট শিশুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে কিছুই জানানো হয়নি। #WATCH Punjab: Two-year-old Fatehveer Singh, who had fallen into a borewell in Sangrur, rescued after almost 109-ho… https://t.co/wqIQKpaGEn— ANI (@ANI) 1560215224000 গত সোমবারই দুইয়ের গণ্ডি পেরিয়ে তিনে পা দিয়েছে ছোট্ট ফতেবীর। জন্মদিন তার কেটেছে ভয়ে, ১৫০ ফুটের ওই গভীর গর্তের ভিতরে। দীর্ঘদিন ধরে ওই কুয়ো ব্যবহার করা হত না। গত ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে অব্যবহৃত, বেশ চওড়া, ১৫০ ফুট গভীর ওই কুয়োর ভিতরে পড়ে যায় ছোট্ট ফতেবীর। সাঙরুর জেলার ভগবানপুরা গ্রামেই তার বাড়ি। সেখানেই ঘটেছে ভয়াবহ এই ঘটনা।গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করেও পুলিশ, এনডিআরএফ বাহিনী, গ্রামবাসীরা এবং বেশ কিছু ভলিন্টিয়াররা ৬ তারিখ থেকে লাগাতার ওই শিশুর খোঁজে লেগেছিল। শেষমেশ সফল চেষ্টায় জন্মদিনের পরদিনটা দুনিয়ার আলো দেখতে পারল ছোট্ট ফতেবীর সিং।

from Eisamay http://bit.ly/2XyYXcW

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages