এই সময় ডিজিটাল ডেস্ক: ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলায় যে জইশ কর্মী হামলাকারীদের গাড়ির যোগান দিয়েছিল, এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগে বাহিনীর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে আরও এক সন্ত্রাসবাদীর। আহত হয়েছেন এক জওয়ান। নিহত দুই সন্ত্রাসবাদীর পরিচয় খুঁজতে গিয়ে জানা গিয়েছে, একজন হল সাজাদ মকবুল ভাট। সে পুলওয়ামা আত্মঘাতী স্কোয়াডের সদস্য ছিল। আর একজন হল তারই নিয়োগকর্তা তৌসিফ ভাট। অনন্তনাগের বিজবেহারার বাসিন্দা সাজাদ ৪ ফেব্রুয়ারি একটি মারুতি ইকো ভ্যান কেনে। সেই গাড়িতেই হামলা চালিয়ে পুলওয়ামায় শেষ করে দেওয়া হয় ৪৪ জন CRPF জওয়ানকে। আমাদের কাছে যে এক্সক্লুসিভ তথ্য এসেছে তাতে জানা গিয়েছে, পুলিশের কাছে তার খবর চলে যাওয়ায় ঘটনার আটদিন পর বাড়ি ছেড়ে পালায় সাজাদ। সে এলাকার নিরাপত্তা রক্ষীদের অবস্থান সম্পর্কে জইশকে খবর পাচার করত।ক্লাস সেভেনের পর তালিম উল ইসলাম মারহামা মাদ্রাসায় তিন বছর পড়েছে সাজাদ। একাদশ শ্রেণিতে সে সরকারি হায়ার সেকেন্ডারি স্কুল মারহামায় ভর্তি হয়েছিল। এর কিছুদিন পরই সে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত হতে বাড়ি ছেড়ে পালিয়েছিল। এনকাউন্টারে মৃত আর এক সন্ত্রাসবাদী ২৩ বছরের তৌসিফ বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিল। গত বছর রমজানের সময় সে জইশের সঙ্গে যুক্ত হয়। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2Y6Abkw
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন