বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

এনআরএস কাণ্ডের জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি জারি, দুর্ভোগে রোগীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের শারিরীক পরিস্থিতি এখন স্থিতিশিল। তিনি কথা বলছেন, নিজে খাচ্ছেন খাবার। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও আন্দোলনে অনড় জুনিয়ার চিকিৎসকেরা। এনআরএস কাণ্ডের জেরে রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকে এনআরএস সহ কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম ও অন্য সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি জারি। গত দুদিন ধরে শহরের বিভিন্ন সরাকরি হাসপাতালে অচল পরিস্থিতির ছবি সকাল থেকে একই। এদিনও সকাল থেকে বন্ধ NRS-এর বহির্বিভাগ ও ইমার্জেন্সি পরিষেবা। আশঙ্কজনক পরিস্থিতি এমন রোগী ছাড়া ইমার্জেন্সিতে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও রোগীকে। এসএসকেএম হাসপাতালালে ৪৮ ঘণ্টা কেটে গেল বৃহস্পতিবারও খোলেনি বহির্বিভাগ ও ইমার্জেন্সি পরিষেবা। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা জারি। বন্ধ ইমার্জেন্সি পরিষেবা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের ভোগান্তি অব্যাহত। আর এই পরিস্থিতির জেরেই এদিন সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পরিষেবা না পেয়ে NRS এবং SSKM এর সামনে দফায় দফায় রাস্তা অবোরধ করেন রোগী পরিবারের লোকেরা। যদিও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যস্থতায় অল্প সময়ের মধ্যেই অবোরধ তুলে নেয় রোগী ও রোগী পরিবারের লোকেরা। তাদের দাবি একটাই অভিযুক্তদের সাজা দেওয়া হক কিন্তু পরিষেবা শুরু করা হক। যদিও তাতেও অনড় জুনিয়ার ডাক্তারেরা। বাড়ছে রোগী ও তাদের পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ। দাবি এক ঘণ্টার মধ্এয পরিষেবা শুরু করতে হবে। হাসপাতাল চত্বরে মোতায়েম প্রচুর পুলিশ ও নিরাপত্তা কর্মী। রাজ্যের সব জেলাতেই এদিন ছবিটা একই।দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারী শরিফে চিকিৎসা না পেয়ে মারা যান একজন। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন। চোখ, ত্বক-সহ আউটডোরের বেশ কয়েকটি বিভাগ বন্ধ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেও চলছে কর্মবিরতি। আউটডোরে চিকিত্‍সা করাতে গিয়ে ফিরতে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগ খোলা থাকলেও আউটডোর বন্ধ রয়েছে চন্দননগর মহকুমা হাসপাতাল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালের ছবিটাও একই। অচলাবস্থা কাটাতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন রোগীর পরিজনেরা।

from Eisamay http://bit.ly/2Zky8cV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages