বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৭ জুন, ২০১৯

উত্তরে ঢুকল বর্ষা, দক্ষিণে এখনও অনিশ্চিত!

এই সময় ডিজিটাল ডেস্ক: নির্ঘণ্ট মেনে চললে ৮ জুন এ রাজ্যে বর্ষার পৌঁছে যাওয়ার কথা। সেই জায়গায় সাত দিন দেরি করে, অবশেষে রবিবার পশ্চিমবঙ্গে ঢোকে। তা-ও আবার উত্তরবঙ্গের তরাইয়ে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু কবে পৌঁছবে, তার কোনও নিশ্চয়তা মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, অসমের পাশাপাশি বর্ষা এ দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং প্রতিবেশী পাহাড়ি রাজ্য সিকিমে ঢুকেছে। ইতিমধ্যে আসানসোলের তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চল জুড়ে হয়রান করছে তাপপ্রবাহ। কলকাতার তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি। তাপের সঙ্গে পাল্লা আর্দ্রতার। গরমের মধ্যে এক চিলতে জলভরা মেঘের জন্য হন্যে জনতা। চিন্তা বাড়ছে কৃষকেরও।হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে বর্ষার মূল ধারাটি দক্ষিণবঙ্গ দিয়েই ঢোকে। কিন্তু মৌসুমি বায়ুর মূল ধারাটি দক্ষিণবঙ্গে কবে আসবে, বলতে পারছে না হাওয়া অফিস। এর আগেও নানা কারণে বর্ষার দেরি হয়েছে। কিন্তু এ বার বর্ষার যা মতিগতি, তাতে সে জুনে দক্ষিণবঙ্গে এসে পৌঁছবে কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে অনেকের। সোমবার সন্ধের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবনের আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বটে, সেটি খুব একটা শক্তিশালী হবে বলে মনে হয় না। জুনের বাকি দিনেও ভালো বৃষ্টির আশা দেখতে পাচ্ছি না। ঘাটতি জুনে অন্তত মিটবে না।’

from Eisamay http://bit.ly/2XZDjPv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages