বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৬ জুন, ২০১৯

৩ মাস বন্ধ ডুয়ার্সের বনাঞ্চল

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের বন্যপ্রাণী অধ্যুষিত প্রতিটি বনাঞ্চল। তবে বেড়াতে আসা পর্যটকদের কথা মাথায় রেখে খোলা থাকছে বন উন্নয়ন কমিটি পরিচালিত প্রতিটি পর্যটক আবাস। তিন মাস গভীর জঙ্গলে প্রবেশাধিকার না পেলেও চাইলে এলাকার বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভোগ করতে পারবেন পর্যটকরা। কালিপুর,ধুপঝোড়ায় ঘুরতে এলে থাকবে হাতির পিঠে বেড়ানোর সুযোগও। গভীর জঙ্গলে বন্যপ্রাণীদের প্রজনন ঋতুর কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। সরকারি নিয়মে ১৫ সেপ্টেম্বর থেকে ফের খুলে যাবে জঙ্গল। জানিয়েছেন, গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক নিশা গোস্বামী। তিনি বলেন, বন্যপ্রাণী অধ্যুষিত জঙ্গলের বাইরেও সরকারি ভাবে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। সেগুলি স্বাভাবিক ভাবেই খোলা থাকবে। যারা বর্ষার জঙ্গল দেখতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই ব্যবস্থা। ইতিমধ্যেই বহু পর্যটক যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। বেশ কয়েক বছর ধরে বর্ষার এই সময়ে ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়।

from Eisamay http://bit.ly/2XlEM5g

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages