এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে। তৈরি করতে হবে সন্ত্রাসমুক্র পরিবেশ। SCO শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও চিন দু দেশের সম্পর্ক ভালো রয়েছে বলে জানিয়ে নমো বলেন, তিনি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ভেস্তে গিয়েছে। এই মন্তব্যের মধ্যে দিয়েই পাকিস্তানের 'বন্ধু' চিনকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিরঘিজস্তানে সাংহাই কোঅপারেশন কর্পোরেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া বৈঠকে নমোকে পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করার কথা বলেছিলেন চিনা প্রেসিডেন্ট। জবাবে নমো বুঝিয়ে দিয়েছেন, এটা দ্বিপাক্ষিক বিষয় আর আলোচনা শুরুর জন্য কিছুই করেনি পাকিস্তান। শি-কে নমো বলেছেন, 'দ্বিপাক্ষিক সব বিষয়ে আমরা আলোচনা করেছি। সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছি। তবে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।'পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনও দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন বিদেশসচিব বিজয় গোখেল। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2IdHgum
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন