এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের হারের ধাক্কা ভুলে পূর্ব উত্তরপ্রদেশে আবার দলের সংগঠন মজবুত করার চেষ্টায় নামছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ মঙ্গলবার সকাল সাড়ে ন-টার সময় পূর্ব উত্তরপ্রদেশের দলের নেতাদের বৈঠক ডেকেছেন তিনি৷ আলোচনার বিষয়, দলের সংগঠনকে মজবুত করা৷ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই বৈঠক৷ দিল্লি নয়, প্রিয়াঙ্কা এই বৈঠক ডেকেছেন রায়বেরিলি-তে৷ সোমবার রাতেই রায়বেরিলি পৌঁছে যাচ্ছেন তিনি৷ মঙ্গলবার সকাল সাড়ে ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈঠক হবে৷ পূর্ব উত্তরপ্রদেশের নেতাদেরও খবর দেওয়া হয়ে গিয়েছে৷ একেবারে এলাকা ধরে ধরে আলোচনা হবে৷ প্রিয়াঙ্কার এই উদ্যোগের পিছনে একটা বিষয় পরিষ্কার৷ এতে তাঁর দাদা রাহুল ও মা সনিয়ার পূর্ণ সমর্থন রয়েছে৷ না হলে, যে সব রাজ্যে নির্বাচন আসন্ন সেখানে কংগ্রেসের তরফে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না, কিন্তু সব ছেড়ে প্রিয়াঙ্কা পূর্ব উত্তরপ্রদেশ নিয়ে পড়লেন কেন? তার মানে, দলের সংগঠনের শক্তি বাড়াবার কাজটা কংগ্রেসের প্রথম পরিবার শুরু করে দিলেন৷ কংগ্রেস নেতারা রাহুলকেও পরামর্শ দিয়েছেন, যাতে তিনিও এ বার দেশ জুড়ে পদযাত্রা, জনসভা করেন৷ তাতে কংগ্রেস কর্মীরা চাঙ্গা হবেন৷ তারপর বুথ পর্যায়ের সংগঠন গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেওয়া হবে৷ প্রিয়াঙ্কা সেই কাজটা শুরু করে দিলেন পূর্ব উত্তরপ্রদেশে৷ প্রিয়াঙ্কাকে যখন রাহুল দায়িত্ব দিয়েছিলেন, তখন বলেছিলেন, লোকসভা নয়, লক্ষ্য হল বিধানসভায় ভালো ফল করা৷ লোকসভায় হয়নি৷ আমেঠিতে রাহুল নিজে হেরেছেন৷ এরপর বিধানসভার জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছেন প্রিয়াঙ্কা৷ হারের কারণ খুঁজে বের করে সংগঠন ঠিক করার ওষুধ খুঁজে বের করবেন তিনি৷ তবে এইখানেই একটা প্রশ্ন উঠে এসেছে৷ মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, দিল্লি নিয়ে তো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কোনও উদ্যোগই নিচ্ছে না৷ মহারাষ্ট্রে মল্লিকার্জুন খাড়গে, হরিয়ানায় গুলাম নবি আজাদ, দিল্লিতে পি সি চাকোরা যখন একেবারে নিষ্ক্রিয়, তখন বিজেপি পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে৷ অমিত শাহ গতরাতে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানার কোর কমিটির বৈঠক ডেকেছিলেন৷ সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ মহারাষ্ট্র ও মুম্বইয়ের প্রদেশ সভাপতির পদ খালি হয়ে যাচ্ছে৷ ঠিক হয়েছে, বিভিন্ন রাজ্যে যেখানে সভাপতি নিয়োগ করতে হবে, সেখানে তা একসঙ্গেই হবে৷ অমিত শাহ জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে কী ভাবে এগোতে হবে৷ বিজেপি যখন এগোচ্ছে, তখন কংগ্রেস দিশাহীন৷ পূর্ব উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা কী করলেন, সেটা তো এখন বড় বিষয় নয়৷ এই বছরের তিনটি বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেসের আবার শোচনীয় হার হয়, তাতে তো দলের আরও বেশি করে ধাক্কা লাগবে৷ তা হলে সেই সব প্রস্তুতি ছেড়ে দিয়ে শুধু পূর্ব উত্তরপ্রদেশ নিয়ে থাকলে হবে?
from Eisamay http://bit.ly/2R2z9DD
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন