বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৯ জুন, ২০১৯

অমিতের চ্যালেঞ্জ অমরনাথ

অরিন্দম বন্দ্যোপাধ্যায় ■ নয়াদিল্লিএক সপ্তাহে দশ জনের অকাল মৃত্যু৷ আর এই মৃত্যুসারিই নতুন করে চাপে ফেলেছে দ্বিতীয় মোদী সরকারকে৷ পাঁচ জন সিআরপিএফ জওয়ান, একজন মেজর সহ চার জন সেনা জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার --- গত এক সপ্তাহে সব মিলিয়ে মোট দশ জন প্রাণ হারিয়েছেন, পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায়৷ নিরাপত্তা বাহিনীর এক পর এক অকাল মৃত্যু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপালের ভাঁজ চওড়া করেছে৷ তিনি বুঝতে পারছেন, আগামী মাসের গোড়া থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রা তাঁর কার্যকালের প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে শাহ ইতিধ্যেই জরুরি আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তাঁর পরামর্শে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বিশেষ বৈঠক করবেন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে, যেখানে আরও একবার উপত্যকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে৷ একই সঙ্গে অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা জনিত প্রস্তুতিও খতিয়ে দেখা হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চলতি সপ্তাহেই হবে বৈঠক। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রধানরা। থাকবেন অজিত দোভাল৷উল্লেখ্য, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়েছে, যেখানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী একবার বৈঠক করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে৷ কিন্তু সেই বৈঠকের ফলশ্রুতিতে বড় কোনও উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি৷ স্বভাবতই যাবতীয় পদক্ষেপ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে৷ পুরো বিষয়টি যে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং তা জানাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী কর্তারাই৷ তাঁরা স্পষ্ট জানাচ্ছেন, একজন জঙ্গিকে নিকেষ করতে গিয়ে কোনওভাবেই নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু কাম্য নয়৷ এক গোয়েন্দা কর্তার কথায়, ‘জঙ্গিরা প্রতিনিয়ত নিজেদের কৌশল পাল্টাচ্ছে৷ এই পরিবর্তনের ধরন বুঝে উঠতে না পারলে সমস্যাটা বাড়বে৷ মনে রাখতে হবে যত বেশি প্রাণহানি হবে নিরাপত্তা বাহিনীর, ততই বেশি মনোবল চাঙ্গা হবে জঙ্গিদের৷ এই দিকটা মাথায় রেখেই তৈরি করতে হবে যাবতীয় পরিকল্পনা৷’ অমরনাথ যাত্রার সময়টা এবারও ভীষণ ঝুঁকির, এক আমলার কথায়, ‘প্রতিবারেই এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হয়৷ এবার সেটা আরও বেশি করে সামনে আসছে৷ এটুকু বলতে পারা যায়, কেন্দ্রীয় সরকার এর জন্য প্রয়োজনীয় সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করবে৷ আগামী মাসের গোড়ায় নির্ধারিত সময়েই শুরু হবে অমরনাথ যাত্রা, যা মোড়া থাকবে কঠোর নিরাপত্তা বলয় দিয়ে৷ আমাদের আশা নিরাপদেই শেষ হবে অমরনাথ যাত্রা পর্ব৷ ’

from Eisamay http://bit.ly/2MWGt5d

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages