বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

রোগীমৃত্যুর জের, এনআরএসে অবস্থান-বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের!

এই সময় ডিজিটাল ডেস্ক: রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। রবিবার ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে হাসপাতালে ভরতি করে পরিবার। এর পর সোমবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে। এর পর জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতিতে লাগে। পরে তা রণক্ষেত্রে পরিণত হয় এনআরএস। জুনিয়র চিকিৎসকরা রোগীর পরিবারের লোকজনকে ফেলে বেধরক মারধর করে বলে অভিযোগ। এরপর দলে দলে লাঠি ইট নিয়ে হাজির রোগীর পরিবার। এই ঘটনায় এক জুনিয়র চিকিৎসকের মাথা ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিইরো সায়েন্সে ভরতি করা হয়েছে। এর পর থেকে হাসপাতালে গেট আটকে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। সোমবার সকাল থেকে হাসপাতালের মূল ফটক বন্ধ করে বিক্ষোভে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই ঘটনায় জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে হাসপাতাল পরিষেবা। বাইরে থেকে আসা কোনও রোগীকেই হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকী আটকে রাখা হয় অ্যাম্বুলেন্সও সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হলে ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী। বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের মূল ফটক। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন ডেপুটি কমিশনার-সহ সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও প্রিন্সিপাল শৈবাল মুখার্জি। প্রাণভয়ে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যান অন্যান্য রোগীর পরিবাররাও। যারা ভরতি আছেন সেই রোগীর আত্মীয় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা রোগীদের। ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তার, তাঁদের দাবি রোগীর পরিবারকে ক্ষমা চাইতে হবে অবিলম্বে, পাশাপাশি শাস্তি দিতে হবে দোষীদের। তাঁরা আরও অভিযোগ জানিয়েছেন এর আগেও একাধিকবার রোগীর পরিবারের হাতে মার খেতে হয়েছে তাঁদের। কাজেই নিরাপত্তা নিশ্চিত না করলে ধর্না চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে ডাক্তারদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রোগীর পরিবার। সব মিলিয়ে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের পরিবার।

from Eisamay http://bit.ly/2XAkvFX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages