বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৭ জুন, ২০১৯

খাওয়ারও জল নেই, মরতে চেয়ে চাষির চিঠি মোদীকেই

এই সময় ডিজিটাল ডেস্ক: সমুদ্রের জলের মতো নোনা জল কি খাওয়া যায়? ওই জলে তো ফসলও বাঁচে না! সরকারি আধিকারিকদের কাছে গিয়ে বার বার এ কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিন মেয়ের বাবা। বুঝিয়েছিলেন, তাঁদের এলাকায় পানযোগ্য এক ফোঁটা জল পাওয়া যাওয়া না। সে জল পেতে চার কিলোমিটারেরও বেশি পথ পেরোতে হয়! গ্রীষ্মের চড়া রোদে ওই দীর্ঘপথ পাড়ি জীবনকে বাজি রাখার সমান। উত্তরপ্রদেশের হাথরাসের গরিব চাষি পরিবারের এই আর্জিকে পাত্তা দেননি সরকারি আধিকারিকরা। এ বার আর অনুনয় বিনয় নয়, সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চিঠি লিখেছেন ওই চাষি। তাঁর সাফ দাবি, জলের অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ির কাজের উপযুক্ত জল তো দূর, মানুষের পান করার যোগ্য জলও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর বেঁচে থাকতে চান না তাঁরা। প্রধানমন্ত্রী চিঠি পড়ে অনুমতি দিলে তিনি সপরিবারে আত্মহত্যা করতে চান!এই চিঠি সম্প্রসতি প্রকাশ্যে এসেছে। তাঁর কথায়, এখানে জল নোনতা, এখানের মেয়েরা এই জল খেয়ে বমি করে। শস্যও শুকিয়ে যাচ্ছে। কিনে জল খাওয়ার মত ক্ষমতা নেই। প্রায় চার কিলোমিটার হেঁটে গেলে পানীয় জল মেলে। কিন্তু বাচ্চা মেয়েদের পক্ষে রোজ সেখান থেকে জল আনা সম্ভব নয়। সরকারি সব জায়গায় আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বাঁচার ইচ্ছে শেষ হয়ে গিয়েছে। তাই মরার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

from Eisamay http://bit.ly/2XPrFGN

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages