বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

ব্রাজিলের বারে ৭ বন্দুকবাজের তাণ্ডব, মৃত ১১

এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের একটি বারে হামলা চালাল বন্দুকবাজেরা। রবিবার রাতের এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।ব্রাজিলের পারা স্টেটের রাজধানী বেলেমের পার্শ্ববর্তী গুয়ামায় এই হামলা চালানো হয়। রবিবার রাতে পুলিশ জানায়, ৬ মহিলা ও ৫ জন পুরুষের মৃত্যু হয়েছে। খবরের ওয়েবসাইট জি ওয়ান জানিয়েছে, একটি মোটরবাইক ও তিনটি গাড়িতে চেপে ওই বারে পৌঁছয় ৭ জন বন্দুকবাজ। মার্চের শেষের দিকে ফেডারাল সরকার বেলেমে ৯০ দিনের জন্য নিরাপত্তা জোরদার করতে ন্যাশনাল গার্ড বাহিনীকে পাঠিয়েছিল। ২০১৭ সালে ব্রাজিলে রেকর্ড পরিমাণ নরহত্যার ঘটনা ঘটে। প্রাণ যায় ৬৪,০০০ মানুষের। এর মধ্যে ৭০% ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আগ্নেয়াস্ত্রে। সেখানে বেশিরভাগই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। জানুয়ারিতে ফোর্টালেজায় হামলা চালিয়ে শহরকে স্তব্ধ করে দিয়েছিল একটি দল। বন্ধ হয়েছে যায় অফিস, বাস, ট্যাক্সি।

from Eisamay http://bit.ly/30uXuq1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages