এই সময় ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের দ্বিতীয় দৌড়ে মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন অমিত শাহ। এটা সত্যি হলে বিজেপির সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে অমিত শাহকে। এতদিন আভাস থাকলেও, সোমবার রাষ্ট্রপতি ভবনের ঘোষণার পর, দলের অন্দরে বেড়েছে নানা জল্পনা। দলের অন্দরে এখন একটা প্রশ্ন। অমিত শাহর পরে সভাপতির দায়িত্ব কার হাতে তুলে দেবে শীর্ষ নেতৃত্ব। এই পদের জন্যে আপাতত শোনা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জগত পি নাড্ডা এবং ধর্মেন্দ্র প্রধানের নাম। তবে আসনে যেই আসুন না কেন, অমিত শাহের উত্তরসূরি হওয়ার প্রবল চাপ তাঁকে সামলাতে হবে দক্ষ হাতে। দলের এক প্রবীণ নেতার মতে, অমিত শাহ যে মাপকাঠি তৈরি করেছেন, তার সঙ্গে পাল্লা দেওয়া পরবর্তী সভাপতির জন্যে খুব একটা সহজ কাজ হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় মন্ত্রীর মতে, নতুন মন্ত্রীসভা গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অমিত শাহ। নতুন মন্ত্রীসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃষি, মত্স, ফুড প্রসেসিং, খনি, কয়লা, ক্ষুদ্র শিল্প, বস্ত্র, হাউজিং, স্টিল এবং বাণিজ্য মন্ত্রককে। দলীয় সূত্রে এই খবরও বাতাসে ভাসছে অরুণ জেটলির পরিবর্তে অর্থ মন্ত্রকের দায়িত্ব যেতে পারে অমিত শাহের হাতে। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2W9GsiO
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন