বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

সুপ্রিম কোর্টের পর বারাসত আদালতেও খারিজ রাজীব কুমারের আবেদন

এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে আইনি রক্ষাকবচ বাড়ানোর আবেদন খারিজ হওয়ার পর এবার বারাসত আদালতেও তা খারিজ হয়ে গেল। ফলস্বরূপ শেষ দিনেও আইনি রক্ষাকবচ বাড়াতে পারলেন না IPS রাজীব কুমার। আজ রাত পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার সুপ্রিম কোর্টের নির্দেশের মেয়াদ শেষ হচ্ছে। এমতাবস্থায় গ্রেফতারির আশঙ্কা করছেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠরা।সরকারি আইনজীবী সুশোভন মিত্র জানিয়েছেন, আবেদন পত্রে ভুল থাকায় এবং সঙ্গে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় আগাম জামিনের আবেদন খারিজ করেছেন বারাসত আদালতের বিচারক। প্রসঙ্গত, নির্ধারিত সময়ের পর রাজীব কুমারের আবেদন কীভাবে গ্রহণ হবে- সেই দাবি তুলে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। The application submitted at lower court in Barasat was for anticipatory bail for Kolkata Police Commissioner Rajee… https://t.co/Q751vMANwk— ANI (@ANI) 1558706946000 গত ১৬ মে রাজীব কুমারের আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত জানিয়েছিল, সারদা মামলায় তদন্তের স্বার্থে CBI আইনি পদক্ষেপ করতে পারে, তবে রাজীব কুমারকে সাত দিন গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। অর্থাৎ, সাত দিনের আইনি সুরক্ষা পাবেন IPS। শুক্রবারই সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে রিট আবেদন করেছিলেন রাজীব কুমার। তবে তা খারিজ করে নিম্ন আদালতে বা হাইকোর্টে আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট। সেইমতো বারাসত আদালতে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।

from Eisamay http://bit.ly/2WmCUc9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages