এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনে দেশজুড়ে ৬৫ লক্ষেরও বেশি ভোটার NOTA-য় ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রার্থীর প্রতি আস্থা না দেখিয়ে নোটার অপশনে ভোট দিয়েছে ৬৫,১৪, ৫৫৮ জন। ২০১৪-য়, প্রথমবার নোটা চালুর সময় ওই অপশনে ভোট দিয়েছিলেন ৬০ লক্ষ ২ হাজার ৯৪২ ভোটার। নোটার শতকরা হারে রাজ্যের মধ্যে শীর্ষে বিহার। নীতীশ কুমারের রাজ্য থেকে ২ শতাংশ ভোট (৮,১৭,১৩৯) নোটায় জমা হয়েছে। পিছিয়ে নেই উত্তরপ্রদেশও। যোগীরাজ্যের ৮০ লোকসভা কেন্দ্রে থেকে সবমিলিয়ে ৭ লক্ষ ২৫ হাজার ৭৯ ভোট NOTA-য় গিয়েছে।
from Eisamay http://bit.ly/2M8zsOu
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন