বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

'নোটা'তেও ২০১৪কে টেক্কা দিল ২০১৯, পড়েছে ৬৫,১৪,৫৫৮ ভোট

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনে দেশজুড়ে ৬৫ লক্ষেরও বেশি ভোটার NOTA-য় ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রার্থীর প্রতি আস্থা না দেখিয়ে নোটার অপশনে ভোট দিয়েছে ৬৫,১৪, ৫৫৮ জন। ২০১৪-য়, প্রথমবার নোটা চালুর সময় ওই অপশনে ভোট দিয়েছিলেন ৬০ লক্ষ ২ হাজার ৯৪২ ভোটার। নোটার শতকরা হারে রাজ্যের মধ্যে শীর্ষে বিহার। নীতীশ কুমারের রাজ্য থেকে ২ শতাংশ ভোট (৮,১৭,১৩৯) নোটায় জমা হয়েছে। পিছিয়ে নেই উত্তরপ্রদেশও। যোগীরাজ্যের ৮০ লোকসভা কেন্দ্রে থেকে সবমিলিয়ে ৭ লক্ষ ২৫ হাজার ৭৯ ভোট NOTA-য় গিয়েছে।

from Eisamay http://bit.ly/2M8zsOu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages