বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

'মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম, দল চায়নি', বিস্ফোরক মমতা

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। অবশেষে এলেন শনিবার। দলের কোর কমিটির বৈঠক শেষে। আর এসেই কার্যত বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে জানিয়ে দিলেন, 'উন্নয়নের কোনও দাম নেই। শেষ পাঁচ মাস ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী ছিলাম আমি। এই মুখ্যমন্ত্রীত্ব আমি চালাতে চাইনি, পদত্যাগ করতে চাইছিলাম।' এরপরই তিনি জানিয়ে দেন, দল তাঁকে এই সিদ্ধান্ত নিতে দেয়নি। 'দলই চায়নি, আমি ইস্তফা দিই।' তবে এদিন বিজেপিকে নাম কে ওয়াস্তে অভিনন্দন জানিয়ে বলেন, 'যে টাকা ব্যবহার করেছে বিজেপি, যে কোনও কেলেঙ্কারিকে হার মানিয়ে দেবে। টোটাল হিন্দু-মুসলিম করা হয়েছে এই ভোটকে।' সেইসঙ্গেই তিনি বলেন, 'আমি তো হিন্দু ঘরের মেয়ে, উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করতে পারব না। মমতা মমতাই থাকবে, বদলাবে না।' West Bengal CM Mamata Banerjee: I told at the beginning of the meeting that I don't want to continue as the Chief M… https://t.co/d0zyYYgZpe— ANI (@ANI) 1558785534000 শুধু তাই নয়, এদিন ভোটের সাফল্যের জন্যে ইভিএম প্রোগ্রামিং, বিদেশি হাতের কথাও তুলেছেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, 'ইলেকশন কমিশন ওদের হয়ে কাজ করেছে, কোনও অভিযোগের ব্যবস্থা নেয়নি। সরকারি অফিসারদের দিয়ে টাকা বিলিয়েছে। সেজন্যেই আমার সমস্ত অফিসারদের সরিয়ে দিয়েছে। সিআরপিএফ, বিএসএফ সবাইকেই ব্যবহার করা হয়েছে।'West Bengal CM Mamata Banerjee: The central forces worked against us. An emergency situation was created. Hindu-Mus… https://t.co/vjBVUZuewb— ANI (@ANI) 1558785475000 এদিন দলের সাংগঠনিক স্তরেও বেশকিছু অদলবদল করেন তৃণমূলনেত্রী। মূলত পরাজিত প্রার্থীদেরই সংগঠনের দায়িত্বে আনেন তিনি। স্পষ্টতই শনিবার মমতা বলেন, 'সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে জিতেছে বিজেপি। আমি সেটা করতে পারব না। আমার কাছে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকলেই সমান।'সেইসঙ্গে বিজেপির টাকা ছড়ানোর অঙ্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেন, 'পরিবারের একেক জনের জন্যে পাঁচ হাজার টাকা করে দিয়েছে। পাঁচজন থাকলে পঁচিশ হাজার টাকা দিয়েছে। সিপিএমকে টাকা দিয়েছে।'

from Eisamay http://bit.ly/2HEF5Qh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages