এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ইতিহাসে এবারই সবথেকে বেশি আসনে মহিলা প্রার্থীরা জিতেছেন। সবমিলিয়ে এবার মহিলা সাংসদের সংখ্যা হতে চলেছে ৭৮। ১৯৫২ সাল থেকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অতীতে এত বেশি সংখ্যক মহিলা সাংসদ পায়নি লোকসভা। এ ক্ষেত্রেও নজির গড়েছে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ। এই দু'টি রাজ্যেই ১১জন করে মহিলা প্রার্থী জিতেছেন। নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, ২০১৯ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭২৪ মহিলা প্রার্থী। এর মধ্যে কংগ্রেস প্রার্থী করেছিল ৫৪ জনকে, বিজেপি ৫৩ জনকে।
from Eisamay http://bit.ly/2M7OOCJ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন