বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

ভোট মিটতেই হিংসা বাংলায়, কোচবিহারে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর বিজেপির

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুক্রবার বাঁকুড়া, কোচবিহার, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়। কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট কালিপদ রায়ের বাড়িতে চড়াও হন বিজেপির সমর্থকেরা। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। ওই জেলারই তুফানগঞ্জ ও মাথাভাঙায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। হিংসার ঘটনা ঘটেছে বাঁকুড়ার শোলতোড়াতেও। মাথায় আঘাত পেয়েছেন বিজেপির এক কর্মী। হাওড়ার শালিমারে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে কমব্যাট ফোর্স নামাতে হয়েছে। সংঘর্ষের সময় রেলশহর আদ্রায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। এদিকে, ভোট পরবর্তী হিংসায় অশান্ত ভাঙড়ও। বোমাবাজি থেকে বাড়িতে হামলা, মারধর, বাড়ি ভাঙচুর-- সবই হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে একসময় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এই ভাঙড়ে। আন্দোলনকারী জমি ও জমি জীবিকা রক্ষা কমিটি এবার লোকসভা ভোটে বাম প্রার্থীকে সমর্থন করেছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী জয়ী হওয়ার পর থেকেই ভাঙড়ের বিভিন্ন এলাকা, বিশেষ করে পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। শুক্রবার সকালে পাওয়ার গ্রিড সংলগ্ন পদ্মপুকুরে রাস্তা অবরোধ করে জমি ও জমি রক্ষা কমিটি। তৃণমূল এই অশান্তির দায় এড়িয়েছে।

from Eisamay http://bit.ly/2WoYr3R

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages