বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

প্লেন থেকে নামিয়ে দেওয়া হল সস্ত্রীক জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্তাকে!

এই সময় ডিজিটাল ডেস্ক: জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গয়াল এবং তাঁর স্ত্রী অনিতা গয়ালকে দুবাই যাত্রায় বাধা দিল অভিবাসন দফতর। এদিন মুম্বই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন দম্পতি। সেই সময়েই তাঁদেরকে আটকায় অভিবাসন দফতর। এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'এদিন বিকেল ৩টে ৩৫ নাগাদ নরেশ গয়াল এবং তাঁর স্ত্রী Emirates Aircraft EK507 এ চড়েন। প্লেন প্রায় উড়তেই চলেছিল। সে সময়েই এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে আটকে দেওয়া হয়।' অভিবাসন দফতরের কিছু নথিপত্র সংক্রান্ত অসুবিধার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে জেট এয়ারওয়েজ, মুম্বই বিমানবন্দরের তরফে এখনও এই বিষয়ে কিছুই বলা হয়নি। কোন আইনে তাঁদের সঙ্গে এমনতর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হল তাও পরিষ্কার নয়।

from Eisamay http://bit.ly/2YQpJOd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages