এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পাঁচটি কেন্দ্র ছাড়াও কর্নাটক, কেরালা, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, অসম, বিহার, ছত্তীসগড়, ওডিশা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও ত্রিপুরায় ভোট রয়েছে। এ ছাড়াও কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউতে আজ ভোটগ্রহণ।পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় পাঁচ আসনে ৬১ প্রার্থীর ভাগ্যপরীক্ষা। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, ও মুর্শিদাবাদ কেন্দ্রে নির্বাচন।ডোমকলের টিকটিকিপাড়ায় ব্যাপক বোমাবাজি। উদ্ধার অনেকগুলি তাজা বোমা।পঞ্চায়েত ভোট কার্যত লুঠ হয়েছিল সুজাপুর নয়ামৌজার এই বুথে। এবার কেন্দ্রীয় বাহিনীর আস্তানা হয়েছে এখানে। তবুও বুথ অনেকটাই ফাঁকা।সকাল ১১টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৩৭.৩৮ শতাংশ, মুর্শিদাবাদে ৩৩.৭৪%, মালদা উত্তরে ৩২.৩৭ %, মালদা দক্ষিণে ৩৪.১৪% এবং জঙ্গিপুরে ৩৬.৭৪%। কালিয়াচক ৩ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে গোপালনগরে সংঘর্ষে জখম এক মহিলা-সহ ৩ জন।বালুরঘাটের কুশমণ্ডির চাঁদপুরের ঘটনা। ভোট দিতে যাচ্ছিলেন বিজেপিকর্মীরা। বিজেপিকর্মীদের ঘিরে ধরে মারধর। লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত ৩ বিজেপিকর্মী। সুতি এলাকায় বেধরক মারধোর পুলিশের। মারধোর করা হয় ভোটারদের, দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ, আহত ১ শিশু সহ ৩জন।বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকায় ৩৯/৬৬ বুথে ইভিএম মেশিন কাজ করছে না প্রায় ঘন্টাখানেক ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন।উত্তর মালদার মালতিপুর বিধানসভার ৭৬ নম্বর বুথে কংগ্রেস পোলিং এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ।কুমারগঞ্জে রামকৃষ্ণপুর হাইস্কুল ১৬৮ নম্বর বুথে ইভিএম খারাপ। বোয়ালদারের ফুলঘরা বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুথে তালা এলাকাবাসীর। বৃদ্ধাকে ‘সাহায্য’ পোলিং এজেন্টের ৷ বৃদ্ধার ভোট নিজেই দিলেন পোলিং এজেন্ট ৷ সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ১৬.৯৪ শতাংশ৷সকাল ৯টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ১৭.২৮%, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৭.৫৪ শতাংশ, মালদা উত্তরে ১৬.১১ শতাংশ মালদা দক্ষিণে ১৬.২২ শতাংশ এবং জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫৪ শতাংশ।মুর্শিদাবাদের কুমরিপাড়ায় ১০৫ নং বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ভোট দিতে যেতে পারছেন না ভোটাররা।গঙ্গারামপুরে ৬১ ও ৬২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। অন্যদিকে, ৫৪ নম্বর বুথে বাহিনীর সামনেই বিজেপিকে এজেন্টকে মারধরের অভিযোগ।ভোট দিতে যাওয়ার আগে মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম শ্রদ্ধা জানালেন মামা গনিখান চৌধুরির সমাধিতে।রতুয়ার প্রিসাইডিং অফিসারকে সরানো হল। বাহারালের বুথে বহিরাগতদের আনাগোনার অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় কমিশন।মালদার কোতওয়ালি প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলে ৮৭ বছরের বৃদ্ধা মাকে নিয়ে ভোট দিতে এলেন যুবক। West Bengal: Man carries his 87-year mother to polling booth in Kotwali Primary Junior Basic School, in Malda… https://t.co/1pbE8USdXw— ANI (@ANI) 1555991299000
from Eisamay http://bit.ly/2KV97me
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন