বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

'প্রতি বছর আমায় কুর্তা-মিষ্টি পাঠান মমতা দিদি', অক্ষয়কে বললেন নমো

এই সময় ডিজিটাল ডেস্ক: বছরে দু-তিনবার তাঁকে উপহার পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাঠান কুর্তা ও মিষ্টি। বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাত্‍‌কারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া সাক্ষাত্‍‌কার অনুষ্ঠানে নমো বলেন, 'লোকে শুনলে চমকে যাবে। নির্বাচনী মরসুমে এটা আমার বলা উচিত না। তবে প্রতি বছর আমায় উপহার পাঠান মমতা দিদি। তিনি এখনও প্রতি বছর আমায় ২-১টা কুর্তা পাঠান।' তিনি আরও বলেন, প্রতি বছর তাঁকে নতুন ধরনের মিষ্টি পাঠাতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর কথায়, 'একবার সেটা দেখেছিলেন মমতা দিদি। তারপর থেকে তিনি বছরে একবার বা দুবার করে আমায় মিষ্টি পাঠাতে শুরু করেন।' Having a wonderful conversation with @akshaykumar. Do watch! https://t.co/3VWRUvWTng— Chowkidar Narendra Modi (@narendramodi) 1556076662000 আসানসোলে মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পরদিনই এ কথা বললেন প্রধানমন্ত্রী। বিরোধীদের সঙ্গে তাঁর সমম্পর্ক রক্ষার কথা জানিয়ে তিনি বলেন, 'বিরোধীরা আমার খুব ভালো বন্ধু। অনেক সময় একসঙ্গে খেয়েওছি।'

from Eisamay http://bit.ly/2PsGXxz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages