এই সময় ডিজিটাল ডেস্ক: আর কোনও রিপোর্ট নয়, এবার সরাসরি এসএসসি অনশনকারী সঙ্গে দেখা করতে মেয়ো রোডে অনশনস্থলেই চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে এলেন, 'আপনাদের সমস্ত দাবিদাওয়া সহানুভূতি দিয়ে বিবেচনা করা হবে। 'অনশনের ২৮ দিনের মাথায়, বুধবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পরই এদিন বিকেলে অনশনকারীদের সঙ্গে দেখা করতে যান মমতা। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই অনশনকারীদের মুখ্যমন্ত্রী বলেন, 'এখন আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। এখন কোনও প্রতিশ্রুতি দিতে পারব না।'তবে প্রকাশ্যেই শিক্ষামন্ত্রীকে তিনি বলেন, 'জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই একটা কিছু ব্যবস্থা করতেই হবে।' উল্লেখ্য, স্কুল শিক্ষা দফতরের কাছে ইতোমধ্যেই ওই ঘটনায় রিপোর্ট তলব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই সেই রিপোর্ট জমা পড়েছে। তারপর আজই তিনি চলে গেলেন অনশনকারীদের কাছে। সেইসঙ্গে প্রত্যেকের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন। তাঁদের অনশন তুলে নিতে অনুরোধও করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের হাত-পা বাঁধা এখন। আবেদন করব, বিশ্বাস করুন আমাদের। নিজেদের মধ্যে কথা বলুন। অনশন তুলে নিন। আমাকে করবার সুযোগ দিন। ' সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, সরকারি কমিটিতে থাকবেন অনশনকারীদের প্রতিনিধিরাও। জুনের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সেই কমিটি।
from Eisamay https://ift.tt/2V7vghK
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন