বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

দল চাইলে লোকসভায় লড়তে আপত্তি নেই প্রিয়াঙ্কার

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী বদরাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করে উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কংগ্রেসের একটি একটি প্রার্থী তালিকায় কৌতূহল নিয়েই কর্মী-সমর্থকেরা খুঁজেছেন প্রিয়াঙ্কাকে। বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজেই এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, দল চাইলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তবে, এখনও যে তিনি চূড়ান্ত সিন্ধান্ত নেননি, তা-ও জানিয়েছেন। এদিন দাদা রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র আমেথিতে প্রচারে এসেছিলেন প্রিয়াঙ্কা। রাজীব-তনয়ার কথায়, 'আমার দল আমাকে যদি বলে ভোটে লড়াই করতে হবে, তা হলে নিশ্চয়ই লড়াই করব। কারণ, আমি দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে যেতে চাই।' কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগে জল্পনা চলছিল, মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। Priyanka Gandhi Vadra on being asked if she will contest in #LokSabhaElections2019: I've not decided yet; If my par… https://t.co/Zrtwga3LtG— ANI UP (@ANINewsUP) 1553694621000 কিন্তু, রায়বরেলিতে ফের সোনিয়া দাঁড়ানোয়, প্রিয়াঙ্কাকে নিয়ে কৌতূহল বাড়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। যোগী বলেন, ভোট এলেই রাহুল-প্রিয়াঙ্কার মন্দিরের কথা মনে পড়ে। তার উত্তরে প্রিয়াঙ্কা এদিন বলেন, 'আমি কোথায়, কখন যাই, তা উনি জানবেন কী করে? উনি এটা জানলেন কী করে যে, অন্য সময় আমি মন্দিরে যাই না!'

from Eisamay https://ift.tt/2CDMImY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages