এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় আদৌ ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। কারণ, বিসিসিআইয়ের অম্বুডসম্যান ডিকে জৈনের কাছে এর মধ্যেই সৌরভের ইডেনে উপস্থিতি নিয়ে 'স্বার্থের সংঘাত' সংক্রান্ত দু'টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা দিল্লি ক্যাপিটালসের 'উপদেষ্টা' সৌরভের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার, ৩০ ম্যাচ দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা রয়েছে কেকেআরের। দু-দলের ফিরতি ম্যাচ ১২ এপ্রিল, ইডেন গার্ডেন্সে। ইডেনের ম্যাচের উল্লেখ করে পশ্চিমবঙ্গের দুই ক্রিকেট ভুক্ত রঞ্জিত শীল ও ভাস্বতী শান্তুয়া পৃথক ভাবে বিসিসিআইয়ের অ্যাম্বুডসম্যানের অবসরপ্রাপ্ত বিচারপতি ডেকে জৈনের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। চিঠিতে প্রশ্ন তোলা হয়, এটা কি বাস্তবে সম্ভব সিএবি'র সভাপতি হিসেব সৌরভ গঙ্গোপাধ্যায় লোকাল ফ্র্যাঞ্চাইজি (এক্ষেত্র কেকেআর)কে ম্যাচ পরিচালনায় প্রশাসনিক ভাবে সহযোগিতা করবেন, আবার তিনিই 'উপদেষ্টা' হিসেবে দিল্লি ক্যাপিটাল টিমের সঙ্গে বসবেন? সৌরভ অবশ্য প্রশাসক কমিটির ছাড়পত্র পেয়েই দিল্লির প্রস্তাব গ্রহণ করেছেন। কেকেআরের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এই বিতর্কে মুখ খোলেননি। তবে, দিল্লি ক্যাপিটালসের তরফে এদিন জানানো হয়েছে, CoA-র অনুমতি নিয়েই সৌরভ দলের উপদেষ্টা হয়েছেন। এ নিয়ে জল্পনা বা বিতর্কের কিছু নেই। ১২ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডাগ-আউটে উপস্থিত থাকবেন। দিল্লির ওই কর্তা বলেন, ভারতের অন্যতম সেরা অধিনায়কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। জানি না, এটা বিসিসিআইয়ের বৃহত্তর রাজনীতির অংশ কি না।
from Eisamay https://ift.tt/2V9mShM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন