এই সময় ডিজিটাল ডেস্ক: একেই বলে রাজনীতি। ভোটের বাজারে চিরশত্রুও বন্ধু। নয়া মোড় নিল পাহাড়ের সমীকরণ। হাতে হাত মেলাল শৈলশহরের দুই প্রধান দল। একসময়ের চির প্রতিদ্বন্দ্বী বিমল গুরুঙের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে গাঁটছড়া বাঁধল প্রয়াত সুবাস ঘিসিং-এর গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। GJM-এর সাধারণ সম্পাদক রোশন গিরি মোর্চার সোশ্যাল মিডিয়া গ্রুপে জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা ও GNLF। মঙ্গলবারই দু দল যৌথ সাংবাদিক সম্মেলন করবে বলে জানিয়েছেন তিনি। তবে কোথায় সেই সাংবাদিক বৈঠক হবে তা স্পষ্ট করে জানাননি তিনি। একটা সময় ছিল, যখন পাহাড়ের রাজা হিসেবে পরিচিত সুবাস ঘিসিং-কে পাহাড় থেকে বিতাড়িত হতে হয়েছিল। সৌজন্যে ছিলেন পাহাড়ের তত্কালীন উঠতি নেতা বিমল গুরুং। তাঁর প্রতাপে রীতিমতো অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছিল পাহাড়ের অন্যতম প্রধান দল GNLF। ২০ বছর পাহাড়ে রাজত্ব করলেও গুরুঙের বাড়বাড়ন্তে মৃত্যুর আগে আর পাহাড়েই ঢুকতে পারেননি গোর্খাল্যান্ড আন্দোলনের জনক সুবাস ঘিসিং। তবে রাজনীতির পালাবদলে সেই ঘিসিং-এরই পুত্র মন ঘিসিং অতীত দূরে ঠেলে এ বার আঁতাত করলেন বিমল গোষ্ঠীর সঙ্গে। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে জমি ধরে রাখতে দুই তীব্র প্রতিপক্ষকে কাছাকাছি এনেছে বিজেপি। ২০১৪ সালে দার্জিলিং থেকে বিপুল ভোটে জিতেছিলেন বিজেপির এসএস আলুওয়ালিয়া। তখন বিজেপির সঙ্গে জোট করে লড়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। নেতৃত্বে ছিলেন বিমল গুরুং। গত কয়েক বছরে তিস্তার জল অনেক দূর গড়িয়েছে। পাহাড়ের নতুন নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন বিনয় তামাং। ক্রমশ কোণঠাসা হয়ে আপাতত ফেরার বিমল গুরুং। বদলে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। তা মাথায় রেখেই বিজেপি নয়া অঙ্ক কষেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ভোটের আগে গুরুং ফের পাহাড়ে ফিরবেন বলে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি বিমল গুরুংকে 'কি-ফ্যাক্টর' হিসেবে উল্লেখ করে বলেন, লোকসভা ভোটের আগে জামিন পেয়ে গেলেই বিমল গুরুং দার্জিলিঙে ফিরে আসবেন। গুরুংকে 'পাহাড়ের নেতা' হিসেবে উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, দার্জিলিঙের বর্তমান বিধায়ক অমর সিং রাইকে লোকসভায় প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের আসনটি দখলের চেষ্টা করছেন। কিন্তু, বিমল গুরুং ফিরে এলে, মমতার এই উদ্দেশ্য সফল হবে না।
from Eisamay https://ift.tt/2Fd0cGJ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন