সুপ্রকাশ চক্রবর্তী ■ হাওড়াকার্টুন চরিত্রের হাত ধরেই এ বার বিরোধীদের ধরাশায়ী করতে প্রচারে পথে নামল মধ্য-হাওড়া তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য, হাসির আড়ালে রাজনৈতিক বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া। মধ্য-হাওড়ার দেওয়ালে উঠে এসেছে ছোটা ভীমের মতো কার্টুন চরিত্র। ছোটা ভীম সেখানে বলছে ‘চৌকিদার চোর হ্যায়’। পাশাপাশি রয়েছে নানা ব্যঙ্গচিত্রও। যেমন, মমতা-ঝড়ে গাছের শুকনো পাতার মতো উড়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ!তৃণমূলনেত্রী লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েন দলের কর্মী-সমর্থকেরা। শুরু হয়ে যায় দেওয়াল লিখন ও মিছিল। পাশাপাশি, প্রচারে অভিনবত্ব আনতে কার্টুন চরিত্রকে তুলে ধরা শুরু হয় দেওয়ালে দেওয়ালে। এতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলে মনে করেন মধ্য-হাওড়ার তৃণমূল নেতা- কর্মীরা।তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় বলেন, ‘কার্টুন যে কোনও মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একটি মাধ্যম। সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই। ছোট থেকে বড়, প্রত্যেকের কাছেই এটা খুব আকর্ষণীয় চরিত্র। তাই আমাদের এই উদ্যোগ।’শুধু রাজনৈতিক প্রচারই নয়, এই কার্টুন পথচলতি মানুষকে আনন্দ দেবে বলেও তারা মনে করেন কার্টুন-শিল্পী মোহন মান্না। তিনি বলেন, ‘গত বুধবার থেকেই দেওয়ালে কার্টুন আঁকা শুরু হয়েছে। এখনও হাওড়াতে ভোট হতে মাস দুয়েক বাকি। তার মধ্যে অনেক দেওয়ালে লেখা হবে। ভোটারদের কাছে পৌঁছে দেওয়া যাবে অনেক নতুন বার্তা।’পথচারী পুলিন ধাড়া বলেন, ‘রাস্তার ধারে নেতা-নেত্রীদের নাম লেখা আর দলের প্রতীক আঁকার চেয়ে থেকে এই ধরনের কার্টুন চরিত্র দেখতে অনেক ভাল লাগে।’ তিনি জানান, মোদী-অমিতের মতো নেতাদের ব্যঙ্গচিত্রও পথচলতি অনেককে আকর্ষণ করছে। আর তাঁরা দাঁড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি সম্পর্কে কী লেখা আছে, সেটাও পড়ছেন।কার্টুন চরিত্রের সাহায্য নিয়ে বুদ্ধিদীপ্ত দেওয়াল লিখন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের বিচক্ষণতা এবং দূরদর্শিতার দিশানির্দেশক বলে মনে করেন স্থানীয় বাসিন্দা রূপকুমার মান্না। তিনি বলেন, ‘দেওয়ালে কার্টুন চরিত্র হিসেবে এখনও পর্যন্ত ছোটা ভীম নজরে এসেছে। নন্টে -ফন্টে বা হাঁদা-ভোঁদার মতো বাঙালি কার্টুন চরিত্রকে দেখতে পেলে ভালই লাগবে।’ কার্টুনের পাশাপাশি বিরোধীদের নিশানার করতে ছড়ারও আশ্রয় নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।
from Eisamay https://ift.tt/2TS7nP2
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন