বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

দূষণের প্রভাব দেখতে মাউন্ট এভারেস্টে মার্কিন গবেষক দল

এই সময় ডিজিটাল ডেস্ক: হিমালয় অভিযানে এবার মার্কিন এক গবেষক দল পৌঁছলেন নেপালে। চড়বেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে। মাউট এভারেস্ট জয়ের বাসনা, অবশ্য তাঁদের নেই। তবে, নেহাত শখের অভিযানও বলা যাবে না। গবেষণার খাতিরেই তাঁদের উঠতে হবে এভারেস্টে। দূষণের জেরে হিমালয়ের কী অবস্থা, তা খতিয়ে দেখবেন এই গবেষকরা। হিমবাহেও কীভাবে দূষণ প্রভাব বিস্তার করেছে, দেখবেন তা-ও। 68605805 জানা গিয়েছে, জন অ্যালের নেতৃত্ব বুধবারই মার্কিন পরিবেশ বিজ্ঞানীদের ওই দলটি নেপালে চলে এসেছেন। অতীতে এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা অবশ্য জনের রয়েছে। মাসে তাঁরা এভারেস্টে উঠবেন। মাঝের এই সময়টুকু তাঁদের লাগবে এভারেস্ট ওঠার প্রস্তুতি নিতে। বিশ্রাম না নিয়ে, সেখানে পৌছে গবেষণার নমুনা সংগ্রহ করতেও শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। গাছপালা, বরফ, তুষার-- দু-মাস ধরে এই নমুনা সংগ্রহের কাজ চলবে।

from Eisamay https://ift.tt/2CIVjF1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages