বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

ব্যাংকে দৈনিক কত টাকার লেনদেন, এবার নজর সেখানেও

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ও বিধানসভা নির্বাচন চলাকালীন গ্রাহকদের দৈনিক লেনদেনের ওপর নজরদারি চালানোর জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিল পুরী জেলা প্রশাসন। তৃতীয় দফার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরে প্রার্থী এবং অন্য গ্রাহকদের দৈনিক লেনদেনের তথ্য জেলাশাসক এবং রিটারনিং অফিসারের কাছে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচন চলাকালীন কোনও গ্রাহকের দৈনিক লেনদেন এক লক্ষ টাকা ছাড়িয়ে গেলে তা বিশেষভাবে নজরে আনার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে প্রশাসন। আর কোনও গ্রাহকের দৈনিক লেনদেন ১০ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে তা একযোগে আয়কর দফতর, জেলাশাসক এবং পুলিশ সুপারকে জানাতে বলা হয়েছে।জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, 'স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন করানোর ক্ষেত্রে ব্যাংকগুলির ভুমিকা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ব্যাংকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলাশাসক। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ব্যাংকগুলির সহযোগিতা চেয়েছেন তিনি।'

from Eisamay https://ift.tt/2V0HokR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages