বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

মুখ পুড়ল বঙ্গ বিজেপির, জলপাইগুড়িতে জয়ন্তকে সরিয়ে শেষে নির্দল প্রার্থী!

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রার্থী নিয়ে সমস্যা-জর্জরিত বঙ্গ বিজেপি। নানা দিকে প্রার্থী নিয়ে ক্ষোভ তো ছিলই, এবার পরিবর্তন করতে হল অমিত শাহদের ঠিক করে দেওয়া প্রার্থীকেও। জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই দলের নেতা দীপেন প্রামাণিক ওই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির উত্তরবঙ্গ শাখার সহ আহ্বায়ক তিনি।উল্লেখ্য, মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর তাতেই বাঁধে বিপত্তি। জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায় রাজ্য সরকারি ডাক্তার। কিন্তু মনোনয়ন পেশের আগে চাকরিতে পদত্যাগপত্র জমা দিলেও তাঁর ইস্তফা এখনও গ্রহণ করেনি রাজ্য সরকার। ফলে বাতিল হয়ে যেতে চলেছে তাঁর প্রার্থীপদ। পরিস্থিতি এমনই জটিল হয়ে ওঠে যে, পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতের ট্রেনে জলপাইগুড়ি যান মুকুল রায়। উল্লেখ্য, এতদিন কোনও প্রার্থী ভোটে জিতলে তাঁকে চাকরিতে ইস্তফা দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী, চাকরিতে ইস্তফা দিয়েই ভোটে দাঁড়াতে হবে। ফলে ইস্তফা যে গৃহিত হয়েছে তার প্রমাণ দাখিল করলেই, তবে গৃহিত হবে মনোনয়ন।বিজেপি সূত্রের খবর, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের এই বিষয়টি জানা ছিল না। ফলে তিনি শেষ মুহূর্তে পদত্যাগপত্র পেশ করেন। যা নিয়ে জেলা স্বাস্থ্য দফতর থেকে এখনও কোনও সদুত্তর মেলেনি। ফলে তাঁর প্রার্থীপদ বাতিল হয়ে গেলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া দীপেন প্রামাণিককে সামনে রেখেই এগোবে বিজেপি।

from Eisamay https://ift.tt/2UY0tEf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages