এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ক্রিকেটার তথা বিশ্বখ্যাত কোচ ব্রুস ইয়ার্ডলি। ক্যানসারে আক্রান্ত হয়ে বুধবার ৭১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। তিরিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইয়ার্ডলির। ফাস্ট বোলারদের একছত্র সাম্রাজ্যেও নিজের নিখুঁত মিডিয়াম পেস বোলিংয়ের সুবাদে দলে অপরিহার্য হয়ে ওঠেন তিনি। কেরিয়ারের পরের দিকে পেস ছেড়ে তিনি অফ স্পিন বোলার হিসেবে বিখ্যাত হন। ব্রুস ইয়ার্ডলির বিশেষত্ব ছিল ওঁর দীর্ঘ রান আপ, যা সাধারণত পেস বোলারদেরই একচেটিয়া ছিল। তবে রান আপের মাথায় এসে তর্জনির বদলে মধ্যমা ব্যবহার করার ফলে বল ছাড়লে তা ভালো রকম টার্ন নিত। অস্ট্রেলিয়ার জন্য ৩৩টি টেস্ট ম্যাচ খেলে তিনি ১২৬ উইকেট সংগ্রহ করেন। এছাড়া ২৪ বছরের দীর্ঘ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে এসেছে ৩৪৪টি উইকেট। খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পরে কোচিং শুরু করেন ইয়ার্ডলি। নয়ের দশকের শেষে শ্রীলঙ্কা দলের কোচ থাকাকালীন তিনি রেকর্ডধারী অফ স্পিনার মুট্টিয়া মূরলীধরণের বোলিং অ্যাকশনের বৈধতা প্রশ্নে বোলারকে সমর্থন জানান। Deeply saddened to hear the passing of former team mate and friend, Roo you were one of a kind you’ll be missed by… https://t.co/PSK9XI3k1G— Tom Moody (@TomMoodyCricket) 1553656844000 তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শোক প্রকাশ করেছেন ইয়ার্ডলির লঘনিষ্ঠ বন্ধু ও টিমমেট আর এক প্রাক্তন অস্টেলীয় স্পিনার তথা কোচ টম মুডিও।
from Eisamay https://ift.tt/2CIJGhh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন