এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি ব্লগপোস্টে ভারত এবং অন্য কয়েকটি দেশের সঙ্গে কাশ্মীরকে পৃথক ভাবে উল্লেখে করেছিল ফেসবুক। এই 'ভুলে'র জন্য বুধবার ক্ষমা চাইলো মার্ক জুকারবার্গের সংস্থা।ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসি শাখার প্রধানের লেখা একটি ব্লগ পোস্টে ভারতের সঙ্গে পৃথকভাবে কাশ্মীরের নাম উল্লেখ করা হয়, যা ভারতের ভৌগলিক অখণ্ডতার ওপর আঘাত। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ক্ষমা প্রার্থনা করল তারা। এ ছাড়া ওই পোস্ট থেকে কাশ্মীরের উল্লেখের বিষয়টিও মুছে ফেলা হয়েছে।এদিন ফেসবুকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইরানের সহযোগিতার অভাবে ক্ষতিগ্রস্ত দেশ এবং অঞ্চল প্রসঙ্গে আমাদের একটি ব্লগ পোস্টে ভুল করে কাশ্মীর অন্তর্ভুক্ত হয়েছে।'
from Eisamay https://ift.tt/2V7w32c
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন