বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৩১ মার্চ, ২০১৯

বনানীর অগ্নিকাণ্ডে গ্রেফতার বহুতল মালিক বিএনপি নেতা

এই সময় ডিজিটাল ডেস্ক: বনানীর অগ্নিকাণ্ডে এফআর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর উল ইসলামকে শনিবার গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। উনি আবার বিএনপির নেতাও। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি। পুলিশ সূত্রে খরর, তাসভীর উল ইসলাম 'কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর ম্যানেজিং ডিরেক্টর। বনানীর যে বহুতলে বৃহস্পতিবার আগুন লেগেছিল, সেই এফআর টাওয়ারের ২১ থেকে ২৩ তলা পর্যন্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দফতর। শনিবার রাত ১০টা নাগাদ বারিধারার বাড়ি থেকে তাসভীরকে গ্রেফতার করেন গোয়েন্দারা।বৃহস্পতিবার এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে ২৬ জন মারা যান। জখম হয়ে হাসপাতালে পঞ্চাশেরও বেশি। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস জানিয়েছে, বহুতল ভবনটিতে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারের জমির মূল মালিক এসএমএইচআই ফারুক নামে এক প্রযুক্তবিদ। ২০০৫ সালে ওই জমিতে বহুতল নির্মাণের কাজ শুরু করে রূপায়ন গ্রুপ। আধাআধি মালিকানার কারণে ভবনটির নাম হয় ফারুক-রূপায়ন টাওয়ার। বা সংক্ষেপে, এফআর টাওয়ার। পরে রূপায়ন গোষ্ঠী তাদের মালিকানায় থাকা বিভিন্ন ইউনিট বিক্রি করে দেয়। সব মিলিয়ে ২৩ তলা ওই ভবনের সবগুলো ইউনিটের মালিক এখন ফারুক, তাসভীর-সহ মোট ২৪ জন। বিভিন্ন তল বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। ২১ থেকে ২৩ তলা পর্যন্ত অফিস রয়েছে তাসভীরের প্রতিষ্ঠানের। তিনিই ভবনটির পরিচালন কমিটির সভাপতিও।

from Eisamay https://ift.tt/2CL4AfD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages