বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নলছিটিতে গৃহবধূকে পিটিয়ে জখম 

নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠি জেলার নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাফিজ বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার দুপুর সাড়ে ১১ টায় রায়পুর ইটের বাটার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই থানার ২ নং নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সুজাবাদ গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, আহত গৃহবধূর প্রতিবন্ধী ভাই মারুফ হোসেনের ঘরের সামনে জোরপূর্বভাবে একই এলাকাবাসিন্দা জলিল গাজী নেতৃত্বে জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করে আসছে। ওখানের ১১ শতাংশ জমি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন জলিল গাজী ওই জমি দলের চেষ্টা করলে হাফিজা বেগম বাধা প্রদান করে ।
এ সময় জলিল গাজীর নেতৃত্বে আলাউদ্দিন গাজী, মহিউদ্দিন গাজী ,হেনারা বেগম ,লাকি বেগম সহ অজ্ঞাত 3-4 জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।  পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করেন তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।  এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages