বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

বরিশাল নগরীর মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে : রুপন

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপন বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থীর পক্ষে বহিরাগত অনেক আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের আগমন বেড়েছে। এসব বহিরাগতরা এখন থেকে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছেন, একই সাথে ভোটের দিন ভোটকেন্দ্রে বিশৃংখলা করতে পারে বলে আমি আশংকা করছি। নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করছি- তারা যেন, বহিরাগতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে বরিশাল নগরীর কাঠপট্রি, লাইন রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বরিশাল নগরীর মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। একটু বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি নির্বাচিত হলে নগরীর খালগুলো পুন:খনন করে পানিপ্রবাহ সচল রাখবো। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে নগরীর জলাবদ্ধতা নিরসন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

রুপন বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডেই নিয়মিত টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে কাজ চলছে, সুষ্ঠু ভোট হলে আমি বিজয়ী হবো- ইনশাআল্লাহ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages