নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে রুস্তম হাওলাদার ও তার ছেলে রেজাউল হাওলাদারকে মারধর করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । গত সোমবার দুপুর ১২ টায় ইকো পার্কের সামনে এই ঘটনা ঘটে।
এসময় মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আহতরা হলো ওই থানার হরিণ পালা (৮ নং ওয়ার্ড) গ্রামের বাসিন্দা ওসমান গনি হাওলাদারের ছেলে ও নাতি । বর্তমানে তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কবির ,আলামিন, রসূল, ভুক্তভোগী রেজাউলের কাছ থেকে একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে চঞ্চলের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে যায় প্রতিপক্ষরা । তাই এর জের ধরে কবির ,আল আমিন, নাজমুল, রসূল ,শামীম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের আত্মীয়-স্বজনরা আরও জানান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন