বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৪ জুন, ২০২৩

পবিপ্রবি শিক্ষক সমিতির শপথ গ্রহন

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  শিক্ষক সমিতির নবনির্বাচিত  কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান “অভিষেক” অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন (রবিবার ) দুপুর ১২টায় টিএসসি মিলনায়তনে উক্ত  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক, নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.আসাদুজ্জামান মিয়া মুন্না সহ সকল সদস্যবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাসুদুর রহমান শিক্ষক সমিতির নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান । এর পরই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়ক ভূমিকা পালন পালন করবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁরা অগ্রসর হবে এবং যেকোনো বিষয়ে আমাকে অবগত করবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages