ডেস্ক নিউজ: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ অংশগ্রহণ না করলেও কাউন্সিলর পদে জামায়াতের চারজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন নগরের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইনজীবী সালাউদ্দিন মাসুম (ঘুড়ি প্রতীক), ২৩ নম্বরে স্কুলশিক্ষক মিজানুর রহমান (টিফিন ক্যারিয়ার), ২৭ নম্বরে মনির হোসেন তালুকদার (টিফিন ক্যারিয়ার) এবং ২৯ নম্বর ওয়ার্ডে মীর মাহবুবুর রহমান (রেডিও)। তাঁদের দলীয় কোনো পদে না থাকলেও তাঁরা জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মী।
সাবেক কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা সালাউদ্দিন মাসুম বলেন, ‘কাউন্সিলর পদটি দলীয় নয়। তাই দলের পক্ষ থেকে কোনো নিষেধ নেই। নিষেধ থাকলে অবশ্যই আমাদের দলের কারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল না।’
বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জামায়াত একটি সিটিতেও মেয়র প্রার্থী দেয়নি। তবে কাউন্সিলর প্রার্থী হতে দলের কোনো বিধিনিষেধ নেই। আবার দল থেকে কাউকে উৎসাহিতও করা না হলেও এবার বরিশালে আমাদের ৪/৫ জন কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: দখিনের প্রতিবেদন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন