নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ৩০ ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকা পরাজিত হলে আমরা পরাজিত হবো। তাই কোন রাগ-ক্ষোভ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার রাতে নগরীর সদর রোডের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বরিশাল জেলা, মহানগর ও নগরীর ৩০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের নিয়ে আয়োজিত ওই সভায় এ্যাড. নানক আরো বলেন, নৌকা মানে উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে একনিষ্ঠ ভাবে সবাইকে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে কাজ করছি জানিয়ে নেতৃবৃন্দকে নানক বলেন, জননেত্রী হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নগরীর বর্ধিত এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। এ কয়দিন আমাদের নির্ঘুম রাত কাটাতে হবে। নৌকাকে বিজয়ী করতে হলে আরো প্রচার-প্রচারনা চালাতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছু দিতে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত সাংগঠনিক টিমের সদস্য ও যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেন, গোলাম রাব্বানী চিনু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
The post জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে-এ্যাড নানক appeared first on ajkerparibartan.com.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন