বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

দাড়িয়ালে মরহুম মাওঃ আতাহার আলী স্মরণে মাহফিল অনুষ্ঠিত

এম সাইফুল: বাকেরগঞ্জের দাড়িয়ালে বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা আতাহার আলী স্মরণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক’শ মুসল্লি অংশ নিয়েছে।
১৪ মার্চ মঙ্গলবার কামারখালি বাজারের কাছে মরহুম আতাহার মাওলানার নিজ বাড়িতে মধ্য দাড়িয়াল এছহাকিয়া ক্বেরাতুল কোরআন মাদরাসা প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলের সার্বিক তত্বাবধান করেন মরহুম আতাহার মাওলানার বড়পুত্র মাওলানা মোঃ ছালাউদ্দিন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরমোনাই আহছানাবাদ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি মোঃ ইব্রাহীম (লক্ষিপুরী)। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি অফিস জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মাহবুব হোসেন ইলিয়াস, রিয়াজুল ইসলাম মাঝহারী, হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মেছবাহ। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মধ্য দাড়িয়াল এছহাকিয়া ক্বেরাতুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ বাহাউদ্দিন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages