পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ফেল থেকে ২০ শিক্ষার্থী পাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০ জন পরীক্ষার্থী। এ বোর্ডের কোনো পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি।
শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।’
The post পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ফেল থেকে ২০ শিক্ষার্থী পাস first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন