বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ফেল থেকে ২০ শিক্ষার্থী পাস

পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ফেল থেকে ২০ শিক্ষার্থী পাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০ জন পরীক্ষার্থী। এ বোর্ডের কোনো পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি।

শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।’

 

The post পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ফেল থেকে ২০ শিক্ষার্থী পাস first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages