বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

মেসিকে হত্যার হুমকি: স্ত্রীর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি

মেসিকে হত্যার হুমকি: স্ত্রীর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি ওই হুমকি দিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপারমার্কেটে গুলিও ছুঁড়েছে দুর্বৃত্তরা।রুকুজ্জোদের ওই সুপারমার্কেটটি আর্জেন্টিনার রোজারিওতে।

আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এসব তথ্য উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের সুপারমার্কেট যে শহরে সেই রোজারিওর মেয়র পাবলো ইয়াভকিন মাদক চোরাকারবারী। সে মেসিকে বাঁচাতে পারবে না। আক্রমণের কবলে পড়া সুপারমার্কেটের নাম সুপারমার্কেডো ইউনিকো।

ওই মার্কেটের দায়িত্বে রয়েছেন রোকুজ্জোর এক নিকটাত্মীয়। দুর্বৃত্তদের গোলাগুলির সময় মার্কেট বন্ধ ছিল। সুপারমার্কেটে ১৪টি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে মার্কেটের দেয়াল-গ্লাস ছিদ্র হয়ে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, মোটরবাইকে করে দুজন লোক এই কাণ্ড ঘটিয়েছেন। গোলাগুলির পর দুর্বৃত্তরা মেসির জন্য হুমকি দিয়ে যায়।এক কাগজে হুমকির বার্তা দিয়ে দুর্বৃত্তরা জানায়, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।

পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ এদিকে এ ঘটনার পর তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এখনও কাউকে ধরতে পারেনি তারা।

The post মেসিকে হত্যার হুমকি: স্ত্রীর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages