কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বরিশাল নগরীতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়ে বরিশাল নগরীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৯ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর যুবদল।
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের (বরিশাল বিভাগীয়) সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিকলু, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি মাসুদ এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু উল্লেখযোগ্য।
বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মামুনের সঞ্চলনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদল নেতা নুরুল আলম কয়েস, শহিদুল হাসান আনিস, তৌহিদুজ্জামান, কোতয়ালি থানা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল এবং সদস্যসচিব হায়দার আলী।
এ সময় নেতা-কর্মীরা অবিলম্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর তা না হলে আন্দোলন দেশব্যাপি ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন।
সমাববেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।
The post কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বরিশাল নগরীতে যুবদলের বিক্ষোভ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন