বাংলাদেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। হালনাগাদে মোট ভোটার যুক্ত এবং মৃত্যু ভোটার কর্তনের পরও ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। ভোটার বাড়ার হার ৫.১৮ শতাংশ। বৃহস্পতিবার (২ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতীয় ভোটার দিবসের সকালে চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করেন।
দিনটি উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনাররা এবং কমিশনের কর্মকর্তারা অংশ নেন তাতে।
জনশুমারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
গতবছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হলো।
২০২২ সালের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০। এর মধ্যে পুরুষ ছিল ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন; নারী ছিল ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ছিল ৪৫৪ জন।
২০২২ সালের ২ মার্চ থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন; নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।
একই সময়ে রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৯০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৬১২ জন এবং নারী ২৭ হাজার ৬৭০ জন।
২০২২ সালের হালনাগাদে ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে পুরুষ ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন; নারী ৩৯ লাখ ৩৮ হাজার ১০৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।
একই সময়ে মোট ২২ লাখ ৯ হাজার ১২৯ জন ভোটার কর্তন করা হয়। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন এবং নারী ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন।’
The post বাংলাদেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন