শবে বরাতের রাতে নামাজ পড়ে বাসায় ফিরে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গুডুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পান্নার স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৮ মার্চ) সকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় প্রতিবেশীরা এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত দেহ পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
The post শবে বরাতের রাতে নামাজ পড়ে বাসায় ফিরে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন